অন্যান্যঅর্থনীতিআইন বিচারআত্মহত্যাআন্তর্জাতিকখেলাগল্প-কবিতাতথ্যপ্রযুক্তিদু‍র্ঘটনাধর্মনারী ও শিশু নির্যাতনপড়ালেখাপরিবেশ ও জীববৈচিত্রফরিদপুরবাংলাদেশবিনোদনরাজনীতিসমগ্র খুলনাসমগ্র চট্টগ্রামসমগ্র ঢাকাসমগ্র বরিশালসমগ্র ময়মনসিংহসমগ্র রংপুরসমগ্র রাজশাহীসমগ্র সিলেটসম্পাদকীয়স্বাস্থ্য ও চিকিৎসাহত্যা
Trending

ভাংগায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের ভাংগায় ভাংগা বাজারে রবি সাহা(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গত সোমবার রাতে আটক করেছে ভাংগা থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায় রবি সাহা ভাংগা বাজারে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন। রবি সাহা ভাংগা বাজারে মৃত ক্যাটনা সাহার ছেলে। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ভাংগা বাজারে মোল্যা মার্কেটে রবির নিজ বাসায় তল্যাশি করলে তার পকেট থেকে ৭০ পিচ ইয়াবা সহ আটক করে।

এ বিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানায় রবি সাহা পুলিশের চোখ ফাকি দিয়ে তার নিজের বাসায় মাদক ব্যবসা করে আসছিলো। গত কাল রাতে তাকে ইয়াবা সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
111