অন্যান্যঅর্থনীতিআইন বিচারআত্মহত্যাআন্তর্জাতিকখেলাগল্প-কবিতাতথ্যপ্রযুক্তিদুর্ঘটনাধর্মনারী ও শিশু নির্যাতনপড়ালেখাপরিবেশ ও জীববৈচিত্রফরিদপুরবাংলাদেশবিনোদনরাজনীতিসমগ্র খুলনাসমগ্র চট্টগ্রামসমগ্র ঢাকাসমগ্র বরিশালসমগ্র ময়মনসিংহসমগ্র রংপুরসমগ্র রাজশাহীসমগ্র সিলেটসম্পাদকীয়স্বাস্থ্য ও চিকিৎসাহত্যা
Trending
ফরিদপুরের ভাংগায় দূর্ধর্ষ ডাকাতি
মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের ভাংগা উপজেলায় পৌরসভার ১ নং ওয়ার্ডের কুটিবাড়ী চরকান্দা গ্রামের গফ্ফার শেখের পুত্র লুৎফর শেখ(৪৪) এর বাড়ীতে গত বুধবার ১৭/০২/২০২১ইং তারিখে গভীর রাতে একটি ডাকাতির ঘটনা ঘটে।
লুৎফর শেখ জানায় রাতে খাবার খেয়ে ঘুমানোর পরে রাত ১:৩০ ঘটিকার সময় ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল লোহার কেচি গেটের তালা ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করিয়া তার মেয়েকে গলায় চাকু ধরে জিম্মি করে নগদ ৭০,০০০/- টাকা ও ৮ ভরি স্বর্ণলংকার লুটে নেয় ডাকাত দলেরা ।
খবর পেয়ে সকালে লুৎফরের বাড়ীতে পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার ভাংগা সার্কেল ফাহিমা কাদের চৌধুরী ও ভাংগা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান।
এ বিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানায় ডাকাতির বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
Facebook Comments