বিজিবির পৃথক অভিযান : ভারতীয় বিড়ি, রেইনকোট ও ফেনসিডিল জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা ॥
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার বিলভাতিয়া ও তেলকুপি সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিড়ি, রেইনকোট ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। গত ১ জুলাই বৃহস্পতিবার ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের জোয়ানরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি গতকাল শুক্রবার জানায়, গত ১ জুলাই রাত ১০টা হতে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ ব্যাটালিয়ন সদর দপ্তর ও সোনামসজিদ, শিয়ালমারা, কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় শিয়ালমারা, বিলভাতিয়া, সোনামসজিদ এবং কিরণগঞ্জ বিওপির বিশেষ টহল দল।
অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিলভাতিয়া বিওপির সীমান্ত পিলার ১৯০ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কর্ণখালী গ্রাম ১১ হাজার ৫৫ প্যাকেট ভারতীয় বিড়ি ও ২৩১টি রেইনকোট জব্দ করতে সক্ষম হয়।
এছাড়াও তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তর ও তেলকুপি বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দিবাগত দেড়টার দিকে চলা এই অভিযানে সীমান্ত পিলার ১৮০ হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর ৭৬ বিঘা নামক স্থান হতে ২৯১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বলেন- বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
Facebook Comments