বিজিবি কর্তৃক ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ ২জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা ॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী ও জেকে পোল্লাডাঙ্গা সীমান্তে ইয়াবাসহ ২জনকে আটক করেছে বিজিবি। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনুপর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, আজ রহনপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ২০০ হতে আনুমানিক ১.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাঁনশিকারী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযনে চাঁনশিকারী গ্রামের মো. তহরুল ইসলামের ছেলে মো. ইদু মিয়া (২৭)কে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে ৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়।
এছাড়াও সোমবার সকাল ১০ টায় রহনুপর ব্যাটালিয়নের অধীনস্থ জেকে পোলাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশমিরপাড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে কাশমিরপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলামকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে, পিতা, গ্রাম-ডাকঘর-পোলাডাংগা, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। আটককৃত আসামীর তথ্যের ভিত্তিতে কাশমিরপাড়া পোলাডাঙ্গা নামক স্থান হতে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Facebook Comments