বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও)
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা ॥
জাতীয় শোক দিবস ও জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে ৫০ জন দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
রোবাবর (১৫ আগস্ট) বেলা ১০ টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে খাদ্য সামগ্রী বিতরণ করেন রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আমীর হোসেন মোল্লা। এসময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেকের জন্য ছিল ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি আলু, ১কেজি লবণ, ১ কেজি চিনি। এছাড়াও ১টি করে সাবান বিতরণ করা হয়।
লে.কর্নেল আমীর হোসেন মোল্লা বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় এই এলাকার ৫০ জন দুস্থ মানুষের মাঝে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, কোরআন খতম, বিশেষ মোনাজাত এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্রের ডিভিডি সৈনিকদের মাঝে দেখানো প্রাভৃতি।
Facebook Comments