শিবগঞ্জে বাংলা মদ ও বিক্রেতাসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা ॥
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী গ্রামে বাংলা মদের কারখানায় অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে বিজিবি।
এসময় একজন বাংলা মদ বিক্রেতা ও একজন সেবনকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- চাঁদশিকারী গ্রামের হাদিসুলের ছেলে মো. বাইরুল ইসলাম (৪০) ও তেলকুপি গ্রামের মৃত চাঁন মুন্সির ছেলে মো. উকিল (৪২)। এদের মধ্যে মো. উকিল মাদক সেবনকারী।
কিরনগঞ্জ বিওপি, ব্যাটালিয়ন সদর দপ্তর, তেলকুপি ও সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে তাদেরকে আটক করে। এই অভিযানের নেতৃত্ব দেন ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। অভিযানে ৩.২৫০ লিটার বাংলা মদ ও বাংলা মদ তৈরির চুয়ানি ৭০ লিটার উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা এই তথ্য নিশ্চিত করে বলেন- ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments