আইন বিচারআন্তর্জাতিকফরিদপুরবাংলাদেশসমগ্র ঢাকা
Trending

ভাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুরের ভাঙ্গায় ২৬০ পিচ ইয়াবা সহ বুধবার সকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাংগা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই বাশার সংগীয় ফোর্স নিয়ে ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নের- ঘারুয়া পাইকদিয়া গ্রামের মৃত ওলি ফকিরের ছেলে মোঃ মান্নান ফকির (৪২) এর বাড়িতে আরও দুই মাদক ব্যবসায়ী মিঠুন চোকদার (২৭) ও শেরল শেখ (৩৫) অবস্থান করেন।

পুলিশ তাদের তল্যাশি করে মান্নান ফকিরের নিকট হইতে ৪৮ পিচ ইয়াবা এবং মিঠুন চোকদারের নিকট হইতে ১১২ পিচ ইয়াবা ও শেরল শেখের নিকট হতে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করেন। মিঠুন চোকদার চান্দ্রা ইউনিয়নের পাঁচক‚ল গ্রামের মৃত হাকিম চোকদারের ছেলে এবং শেরল শেখ কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের মৃত বতু শেখের পুত্র।

এ বিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানায় মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
111