মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল বিক্রিতে পরিমাপে কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে পরিমাপ যাচাই করে দেখা যায়, প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের কাছ থেকে গড়ে প্রায় ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘থ্রি স্টার ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। অভিযানে তা প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ এবং জেলা পুলিশের একটি দল।

ডেস্ক রিপোর্ট 























