ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

বিয়ের ছবি দিয়ে চমকে দিলেন আরমান মালিক, পাত্রী কে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

জীবনের নতুন ইনিংস শুরু করলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। তার স্ত্রীর নাম আশনা শ্রফ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান তারা। এরপর থেকে নবদম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।

এ দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি শেয়ার করে একপি পোস্ট দিয়েছেন আরমান-আশনা। ক্যাপশনে তারা লিখেন, তুমি আমার ঘর।

ছবিগুলোতে দেখা যায়, চোখে চোখ রেখে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেছেন এই আরমান-আশনা। বিয়ের ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করছেন আরমান ভক্তরা। পাশাপাশি নবদম্পতির জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আশনা সেজেছিলেন কমলা রঙের লেহেঙ্গায়। আর গায়কের পরনে ছিল কমলা রঙের শেরওয়ানি স্যুট।

এর আগে ২০২৩ সালের আগস্টে বাগদান সম্পন্ন করেন আরমান-আশনা। আর বাগদানের প্রায় দেড় বছর পর বিয়েবন্ধনে আবদ্ধ হলেন তারা।

জানা গেছে, গায়কের স্ত্রী আশনা একজন ভারতীয় ফ্যাশন, বিউটি ভ্লগার ও ইউটিউবার। এর আগে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার-২০২৩ নির্বাচিত হয়েছেন আশনা।

প্রসঙ্গত, আরমান মালিক একাধারে একজন সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট ও প্রযোজক। বলিউডের অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি বাংলা, ইংরেজি, তামিল, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও উর্দুসহ বিভিন্ন ভাষায় গান করেছেন এ শিল্পী।

জনপ্রিয় সংবাদ

বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিহীনদের বিক্ষোভ ও মানববন্ধন

বিয়ের ছবি দিয়ে চমকে দিলেন আরমান মালিক, পাত্রী কে

প্রকাশিত : ০৪:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

জীবনের নতুন ইনিংস শুরু করলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। তার স্ত্রীর নাম আশনা শ্রফ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান তারা। এরপর থেকে নবদম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।

এ দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি শেয়ার করে একপি পোস্ট দিয়েছেন আরমান-আশনা। ক্যাপশনে তারা লিখেন, তুমি আমার ঘর।

ছবিগুলোতে দেখা যায়, চোখে চোখ রেখে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেছেন এই আরমান-আশনা। বিয়ের ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করছেন আরমান ভক্তরা। পাশাপাশি নবদম্পতির জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আশনা সেজেছিলেন কমলা রঙের লেহেঙ্গায়। আর গায়কের পরনে ছিল কমলা রঙের শেরওয়ানি স্যুট।

এর আগে ২০২৩ সালের আগস্টে বাগদান সম্পন্ন করেন আরমান-আশনা। আর বাগদানের প্রায় দেড় বছর পর বিয়েবন্ধনে আবদ্ধ হলেন তারা।

জানা গেছে, গায়কের স্ত্রী আশনা একজন ভারতীয় ফ্যাশন, বিউটি ভ্লগার ও ইউটিউবার। এর আগে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার-২০২৩ নির্বাচিত হয়েছেন আশনা।

প্রসঙ্গত, আরমান মালিক একাধারে একজন সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট ও প্রযোজক। বলিউডের অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি বাংলা, ইংরেজি, তামিল, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও উর্দুসহ বিভিন্ন ভাষায় গান করেছেন এ শিল্পী।