সংবাদকর্মী নিয়োগ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দেশেরনিউজ২৪.কম” বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা।

এরই ধারাবাহিকতায় “দেশেরনিউজ২৪.কম” অনলাইন নিউজ পোর্টাল এর জরুরি ভিত্তিতে দেশের প্রত্যেকটি বিভাগ, জেলা ও উপজেলা, সকল বিশ্ববিদ্যালয় (ক্যাম্পাস) ও কলেজের (ক্ষুদে) সংবাদকর্মী, ফটো সাংবাদিক, ভ্রাম্যমান প্রতিনিধি, নিয়োগ দেওয়া হবে আরও কিছু সংবাদকর্মী ।

নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক,উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের।

দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে একযোগে সাংবাদিক নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হোন, সমাজ কল্যানে আগ্রহী হোন আর   অনলাইন গনমাধ্যমে কাজ করতে যদি ইচ্ছা থাকে তবে আবেদন করতে পারেন।

যোগ্যতাসমূহঃ
১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে
২. উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে
৩ . সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে
৪. মিশুক মনের অধিকারী হতে হবে
৫. চালাক ও সাহসী হতে হবে
৬.পুরুষ / মহিলা উভয়েই আবেদন করতে পারবেন
৭. নেশা ও মাদক মুক্ত হতে হবে

শর্তসমূহঃ
১. কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৩. কপি নিউজ করা যাবে না।
৪. বাসি নিউজ করা যাবে না।
৫. ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে।
৬. মাসে অন্তত দুটি নিউজ করে পাঠাতে হবে।
৭. সরাসরি কথা বলার মানসিকতা থাকতে হবে।
৮. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে।
৯. রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।

আবেদন প্রক্রিয়া
যোগাযোগঃ প্রকাশকঃ মো: হাবিদুর রহমান,
অফিস এড্রেসঃ সলিথা, নগরকান্দা, ফরিদপুর,
মোবাইল নাম্বারঃ 01788105822,
ইমেইল : HelpDesherNews24@gmail.com

 

Facebook Comments

Back to top button
111