ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

সাগরে লঘুচাপ : সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ আবহাওয়ার প্রবণতা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের মধ্যপ্রদেশ, উড়িষ্যা হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

২৭ সেপ্টেম্বর পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। দেশের বাকি বিভাগের দু-এক জায়গাতেও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

২৮ সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে।

২৯ সেপ্টেম্বর চট্টগ্রামের পাশাপাশি দেশের অধিকাংশ বিভাগে ছিটেফোঁটা বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর। ওই দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বৃষ্টিপাতের প্রবণতা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

সাগরে লঘুচাপ : সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ আবহাওয়ার প্রবণতা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের মধ্যপ্রদেশ, উড়িষ্যা হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

২৭ সেপ্টেম্বর পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। দেশের বাকি বিভাগের দু-এক জায়গাতেও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

২৮ সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে।

২৯ সেপ্টেম্বর চট্টগ্রামের পাশাপাশি দেশের অধিকাংশ বিভাগে ছিটেফোঁটা বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর। ওই দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বৃষ্টিপাতের প্রবণতা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।