জাহিদুল ইসলাম দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ মোঃ মনির হোসেন (৪০) ও মোঃ কাইয়ুম ফরাজী (২৫) কে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও পুলিশের যৌথ অভিযানে। আটককৃতদের ১মাসের কারাদণ্ড দেয়া হয়।
শনিবার (৪ অক্টোবর) রাত ৯টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়ার নিজ বসত ঘর থেকে ৫০হাজার নতুন কারেন্ট জালসহ আটক করা হয়। পরে আটককৃতদের দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক মোবাইল কোর্ট পরিচালনা করে নতুন কারেন্ট জাল বুনন ও ক্রয় বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০’ এর আওতায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
আটককৃত মোঃ মনির হোসেন পিং হাকিম খান ও মোঃ কাইয়ুম ফরাজী পিং খলিল ফরাজী উভয় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা।
দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে নদী ও বাজার এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ জাল ব্যবহার বা বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।