ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

বাউফলে গেটকা প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার অন্তর্ভুক্তি এবং জলবায়ু, ন্যায়বিচার বিষয়ক “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

১৪.১০.২৫ইং তারিখ রোজ মঙ্গলবার সকালে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় উপজেলা লোকমোর্চা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়েভ ফাউন্ডেশন, সহযোগিতায় ছিল বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।


ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে।
এসময় স্থানীয় পর্যায়ে খাল খনন, ট্রলি চলাচল, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জনস্বাস্থ্য সমস্যা নিয়েও বিস্তর আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব সামাজিক সমস্যা সমাধানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন আরডিএস প্রতিনিধি আবদুল খালেক, তিনি স্থানীয় সরকার প্রতিনিধিদের ঐচ্ছিক কার্যাবলী ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএস উপজেলা কো-অর্ডিনেটর মোসা. নিলুফা ইয়াসমিন।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলতে গেটকা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাউফলে গেটকা প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার অন্তর্ভুক্তি এবং জলবায়ু, ন্যায়বিচার বিষয়ক “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)” প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

১৪.১০.২৫ইং তারিখ রোজ মঙ্গলবার সকালে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মশালায় উপজেলা লোকমোর্চা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়েভ ফাউন্ডেশন, সহযোগিতায় ছিল বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।


ওরিয়েন্টেশনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে।
এসময় স্থানীয় পর্যায়ে খাল খনন, ট্রলি চলাচল, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জনস্বাস্থ্য সমস্যা নিয়েও বিস্তর আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব সামাজিক সমস্যা সমাধানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন আরডিএস প্রতিনিধি আবদুল খালেক, তিনি স্থানীয় সরকার প্রতিনিধিদের ঐচ্ছিক কার্যাবলী ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএস উপজেলা কো-অর্ডিনেটর মোসা. নিলুফা ইয়াসমিন।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলতে গেটকা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।