ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপি দাশ চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

খবর পেয়ে হাটহাজারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, স্থানীয় বাজারের পাশে কয়েকজন যুবকের সঙ্গে অপি দাশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও অভিযুক্তদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

পাবলিক ইস্যু রুল-২০১৫ রহিত করে নতুন নীতিমালার খসড়া অনুমোদন

চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

প্রকাশিত : ১২:১৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপি দাশ (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপি দাশ চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

খবর পেয়ে হাটহাজারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, স্থানীয় বাজারের পাশে কয়েকজন যুবকের সঙ্গে অপি দাশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও অভিযুক্তদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।