ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বিএনপি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে : মীর হেলাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি:
আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
তিনি বলেন, যুব সমাজ যেকোনো জাতির মূল প্রাণশক্তি। তাদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে হাটহাজারী সদর ডাক বাংলো চত্বরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এবং গুম-খুন, হত্যা-নির্যাতনের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার প্রতীক। দেশে অরাজকতা সৃষ্টি করে কিংবা ষড়যন্ত্র করে এই জোয়ার রুখা যাবে না, মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, হাটহাজারীসহ সারাদেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে, ভবিষ্যতেও জনগণের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবে।
সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, প্রমুখ।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।
জনপ্রিয় সংবাদ

বিএনপি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে : মীর হেলাল

প্রকাশিত : ০৮:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম প্রতিনিধি:
আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
তিনি বলেন, যুব সমাজ যেকোনো জাতির মূল প্রাণশক্তি। তাদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে হাটহাজারী সদর ডাক বাংলো চত্বরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এবং গুম-খুন, হত্যা-নির্যাতনের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার প্রতীক। দেশে অরাজকতা সৃষ্টি করে কিংবা ষড়যন্ত্র করে এই জোয়ার রুখা যাবে না, মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, হাটহাজারীসহ সারাদেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে, ভবিষ্যতেও জনগণের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবে।
সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, প্রমুখ।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি ডাক বাংলো চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।