ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে গ্রেপ্তার ২৯

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইএসপিআরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ২৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি-বিদেশি মাদকদ্রব্য, অবৈধ ওয়াকিটকি সেট, দেশি-বিদেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে গ্রেপ্তার ২৯

প্রকাশিত : ১২:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে ৮ দিনে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইএসপিআরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ২৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি-বিদেশি মাদকদ্রব্য, অবৈধ ওয়াকিটকি সেট, দেশি-বিদেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।