অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে পদ্মা-মহানন্দা নদীর ভাঙন রোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, প্রশাসন যতটুকু বালু উত্তোলনের অনুমতি দেয়, তার চেয়ে বেশি উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ। প্রশাসনের অনুমতি ছাড়া অতিরিক্ত বালু তুলেই বালুখেকোরা পদ্মা-মহানন্দাকে বিপর্যস্ত করে তুলছে। অথচ তারাই আবার নদী রক্ষার আন্দোলন করছে। কারা বালুমহাল দখল করে রেখেছে, কারা অবৈধভাবে বালু উত্তোলন করছে চাঁপাইনবাবগঞ্জের মানুষ তা জানে এবং চোখে দেখে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বোর্ড ঘরে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা আজ পদ্মা-তিস্তার পানির হিস্যা নিয়ে আন্দোলন করছে, তারা ক্ষমতায় থাকাকালীন কী করেছে এ প্রশ্ন রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ক্ষমতায় থাকার সময় তারা দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নে পরিণত করেছিল। একবার-দুবার নয়, টানা পাঁচ বছরই তারা দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন ছিল। এখন যদি তারা আবার ক্ষমতায় ফেরার সুযোগ পায়, তবে দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজিতে বিশ্বচ্যাম্পিয়ন করবে। ৫ আগস্টের পর তাদের কার্যক্রমেই বিষয়টি পরিষ্কার। তারা দেশে শান্তি চায় না, বরং লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, খুন-গুমের রাজনীতি চায়। জনগণ আর কাউকে সেই সুযোগ দেবে না।
হরিপুর বোর্ড ঘর সেন্টারের সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র অধ্যাপক আবুল হাসান এবং পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী। এছাড়াও জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















