ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জামায়াতে ইসলামী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে । শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ বাবুল ইসলামের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় । সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগরীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী ।
এসময় দেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ দেশের সূর্যসন্তান। যারা দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে মুক্তির সংগ্রাম চালিয়ে গেছেন, তাঁদের অসামান্য অবদানে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি । বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে । এসময় শিবগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন সহ সার্বিক বিষয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত কামনা করেন ড. কেরামত আলী । অনুষ্ঠানে তাঁদের হাতে উপহার স্বরূপ একটি সংবর্ধনা ক্রেস্ট ও মাফলার তুলে দেন তিনি । এসময় বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা দেয়া হয়েছে এটি অত্যন্ত সম্মানের ও মর্যাদার বিষয় । শিবগঞ্জে এমন আয়োজনের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা ।

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জামায়াতে ইসলামী

প্রকাশিত : ০৮:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে । শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ বাবুল ইসলামের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় । সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগরীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী ।
এসময় দেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ দেশের সূর্যসন্তান। যারা দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে মুক্তির সংগ্রাম চালিয়ে গেছেন, তাঁদের অসামান্য অবদানে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি । বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে । এসময় শিবগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন সহ সার্বিক বিষয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত কামনা করেন ড. কেরামত আলী । অনুষ্ঠানে তাঁদের হাতে উপহার স্বরূপ একটি সংবর্ধনা ক্রেস্ট ও মাফলার তুলে দেন তিনি । এসময় বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা দেয়া হয়েছে এটি অত্যন্ত সম্মানের ও মর্যাদার বিষয় । শিবগঞ্জে এমন আয়োজনের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা ।