ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১জন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর ফরিদ আহমেদ কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের ৪৭ বিজিবির অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ ডিসেম্বর রোববার সকাল ১০টার সময় মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাবিলদার মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল অভিযানটি পরিচালনা করে।


অভিযান চলাকালে বাংলাদেশী নাগরিক মোঃ হাসিম আলী (৪৩), পিতা- মোঃ আব্দুল আজিজ, গ্রাম- শিতলাই, পোস্ট- শিতলাই, থানা- দামপুরা, জেলা- রাজশাহীকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ১৩ বোতল মদ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আটক আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন দৌলতপুর থানায় হস্তান্তরের মাধ্যমে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নওগাঁর নিয়ামতপুরে ভুয়া সৈনিক সাগর বগুড়ার নন্দীগ্রামে জনতার হাতে আটক

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১জন আটক

প্রকাশিত : ০৬:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর ফরিদ আহমেদ কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের ৪৭ বিজিবির অধীনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ ডিসেম্বর রোববার সকাল ১০টার সময় মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাবিলদার মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল অভিযানটি পরিচালনা করে।


অভিযান চলাকালে বাংলাদেশী নাগরিক মোঃ হাসিম আলী (৪৩), পিতা- মোঃ আব্দুল আজিজ, গ্রাম- শিতলাই, পোস্ট- শিতলাই, থানা- দামপুরা, জেলা- রাজশাহীকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ১৩ বোতল মদ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আটক আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন দৌলতপুর থানায় হস্তান্তরের মাধ্যমে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।