পটুয়াখালী প্রতিনিধি: ১১১ পটুয়াখালী-১ আসন থেকে আজ বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি,সাধারন সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও জেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ঠরা এসময় উপস্থিত ছিলেন। মনোনয়নয়ন পত্র দাখিল শেষে আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮ বছর পর বিদেশ থেকে এসে নির্বাচনের গতির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন।

ডেস্ক রিপোর্ট 























