ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে ভুয়া সৈনিক সাগর বগুড়ার নন্দীগ্রামে জনতার হাতে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর নিয়ামতপুরে ভুয়া সৈনিক সাগর বগুড়ার নন্দীগ্রামে জনতার হাতে আটক হয়েছে বলে জানা গেছে । তিনি বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণায়  নন্দীগ্রামের জনতারা তাহাকে আটক করে পুলিশে হাতে  সোপর্দ করে । তিনি সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে ৩টি বিয়ে করেছেন বলে জানান নন্দীগ্রামে লোকজন । প্রতারক  সাগর সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিয়ে করে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন  বিভিন্ন পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার তবে শেষ পর্যন্ত রক্ষা হলোনা তার ।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রামে যান তার শ্বশুর বাড়িতে এক লাখ টাকা নিতে শ্বশুর বাড়ির লোকজনের সন্দেহ হলে তাহাকে আটক করে স্থানীয় এলাকাবাসী ।  পরে পুলিশকে থবর দিলে পুলিশ এসে আটক করে সাগরকে । আটক  সাগর নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাদরন্ড গ্রামের মৃত জোগেন্দ্র নাথের ছেলে বলে জানা গেছে । তিনি সেনাবাহিনীর সৈনিক পরিচয়ে দিয়ে  দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবারের সঙ্গে প্রতারণা করে আস ছিলেন । ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ফাল্গুন মাসে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়ার এক ব্যক্তির মেয়েকে বিয়ে করেন সাগর । নিজেকে বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টে কর্মরত সদস্য দাবি করে ওই পরিবার থেকে নগদ সাড়ে আট লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন তিনি । সম্প্রতি রাজশাহীতে জায়গা কেনার কথা বলে শ্বশুরবাড়ির কাছে আরও এক লাখ টাকা দাবি করেন । এতে শ্বশুর বাড়ি  পরিবারের লোকজনের সন্দেহ তৈরি হয়। এর মধ্যেই নওগাঁ থেকে এক নারী এসে নিজেকে সাগরের স্ত্রী হিসেবে দাবি করলে তার জালিয়াতি ফাঁস হয়ে যায় । এরপর সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য কৌশলে টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডাকে মেয়ের পরিবার । তিনি সেখানে আসতেই স্থানীয় লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় । সাগরের স্বীকারোক্তি অনুযায়ী, রাজশাহী, নওগাঁ ও নন্দীগ্রামসহ বিভিন্ন এলাকায় তার ৩ জন স্ত্রী রয়েছে । এর মধ্যে নন্দীগ্রামের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা । প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকায় তিনি গ্রামের বাড়িতে ঘর তুলেছেন । এই বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাগর নামের ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । এবং তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে । ভুক্তভোগী পরিবার মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

ব্রিজিত বার্দো মারা গেছেন

নওগাঁর নিয়ামতপুরে ভুয়া সৈনিক সাগর বগুড়ার নন্দীগ্রামে জনতার হাতে আটক

প্রকাশিত : ১০:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর নিয়ামতপুরে ভুয়া সৈনিক সাগর বগুড়ার নন্দীগ্রামে জনতার হাতে আটক হয়েছে বলে জানা গেছে । তিনি বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণায়  নন্দীগ্রামের জনতারা তাহাকে আটক করে পুলিশে হাতে  সোপর্দ করে । তিনি সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে ৩টি বিয়ে করেছেন বলে জানান নন্দীগ্রামে লোকজন । প্রতারক  সাগর সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিয়ে করে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন  বিভিন্ন পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার তবে শেষ পর্যন্ত রক্ষা হলোনা তার ।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রামে যান তার শ্বশুর বাড়িতে এক লাখ টাকা নিতে শ্বশুর বাড়ির লোকজনের সন্দেহ হলে তাহাকে আটক করে স্থানীয় এলাকাবাসী ।  পরে পুলিশকে থবর দিলে পুলিশ এসে আটক করে সাগরকে । আটক  সাগর নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাদরন্ড গ্রামের মৃত জোগেন্দ্র নাথের ছেলে বলে জানা গেছে । তিনি সেনাবাহিনীর সৈনিক পরিচয়ে দিয়ে  দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবারের সঙ্গে প্রতারণা করে আস ছিলেন । ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ফাল্গুন মাসে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়ার এক ব্যক্তির মেয়েকে বিয়ে করেন সাগর । নিজেকে বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টে কর্মরত সদস্য দাবি করে ওই পরিবার থেকে নগদ সাড়ে আট লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেন তিনি । সম্প্রতি রাজশাহীতে জায়গা কেনার কথা বলে শ্বশুরবাড়ির কাছে আরও এক লাখ টাকা দাবি করেন । এতে শ্বশুর বাড়ি  পরিবারের লোকজনের সন্দেহ তৈরি হয়। এর মধ্যেই নওগাঁ থেকে এক নারী এসে নিজেকে সাগরের স্ত্রী হিসেবে দাবি করলে তার জালিয়াতি ফাঁস হয়ে যায় । এরপর সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য কৌশলে টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডাকে মেয়ের পরিবার । তিনি সেখানে আসতেই স্থানীয় লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় । সাগরের স্বীকারোক্তি অনুযায়ী, রাজশাহী, নওগাঁ ও নন্দীগ্রামসহ বিভিন্ন এলাকায় তার ৩ জন স্ত্রী রয়েছে । এর মধ্যে নন্দীগ্রামের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা । প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকায় তিনি গ্রামের বাড়িতে ঘর তুলেছেন । এই বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাগর নামের ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । এবং তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও পোশাক উদ্ধার করা হয়েছে । ভুক্তভোগী পরিবার মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।