শেরপুর প্রতিনিধি: শেরপুরের নান্দনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান “রেহানা ইদ্রিস মডেল একাডেমী”র টার্ম ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর (রবিবার) শহরের নারায়ণপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ (প্রা:) লি: ও রেহানা ইদ্রিস মডেল একাডেমীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোতাসীম বিল্লাহ আরিফ। ওইসময় তিনি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, শিক্ষা হলো মানুষ হওয়ার পথ। আজকের এই শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ- এই সত্য উপলব্ধি করেই আমাদের এগিয়ে যেতে হবে। পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তি ও প্রতিযোগিতার এই যুগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হলে নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। ভালো মানুষ না হলে ভালো নাগরিক হওয়া যায় না, আর ভালো নাগরিক ছাড়া একটি সুন্দর সমাজ গড়ে ওঠে না।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের শুধু নম্বরের প্রতিযোগিতায় নয়, বরং নৈতিক ও মানসিক বিকাশে সমানভাবে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—এই তিন পক্ষের সমন্বয়েই একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে।
একাডেমীর অধ্যক্ষ মুহাম্মদ আশাফুদ্দৌলা মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আতিকুর রহমান, সিনিয়র শিক্ষক শাকিল আহম্মেদ শিমুল, প্রভাতী শাখার ইনচার্জ মিনা রানী কর, পরীক্ষা নিয়ন্ত্রক রিপন চন্দ্র বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে টার্ম ফাইনাল পরীক্ষায় প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণির মোট ১১৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ডেস্ক রিপোর্ট 























