ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের দাপট, জনজীবনে দুর্ভোগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় রোববার সারা দিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আর মৃদু হিমেল বাতাসে জেলাজুড়ে কনকনে শীত অনুভূত হয়েছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হলেও শীতের তীব্রতা কমেনি। বরং বাতাস ও কুয়াশার কারণে শরীর জবুথবু হয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শীতের প্রকোপে দিন ও রাতের বেলায় শীতার্ত মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষজনের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কয়েক দিন ধরে অব্যাহত তীব্র শীতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।
কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশা ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় কাজকর্ম ব্যাহত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে শীতজনিত দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ব্রিজিত বার্দো মারা গেছেন

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের দাপট, জনজীবনে দুর্ভোগ

প্রকাশিত : ০৮:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় রোববার সারা দিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আর মৃদু হিমেল বাতাসে জেলাজুড়ে কনকনে শীত অনুভূত হয়েছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হলেও শীতের তীব্রতা কমেনি। বরং বাতাস ও কুয়াশার কারণে শরীর জবুথবু হয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শীতের প্রকোপে দিন ও রাতের বেলায় শীতার্ত মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষজনের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কয়েক দিন ধরে অব্যাহত তীব্র শীতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।
কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশা ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় কাজকর্ম ব্যাহত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে শীতজনিত দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।