সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেলপাড়সংলগ্ন ১০ পাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল ইসলাম রবি মিজমিজি পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবা মো. ফারুক। আহতদের মধ্যে হাবিব ও বিজয় নামে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এ ছাড়া একটি মোটরসাইকেলে থাকা এক দম্পতি ও তাদের শিশুসন্তানও আহত হন, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জালকুড়ি অভিমুখে যাওয়ার সময় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত রবি ও তার সঙ্গে থাকা আরেকটি মোটরসাইকেল অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। একই সময় বিপরীত দিক থেকে শিশুসহ এক দম্পতি মোটরসাইকেলে করে ফিরছিলেন।
এ সময় মুখোমুখি সংঘর্ষের পর পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

তবে রাতুল ইসলাম রবিকে উদ্ধার করার আগেই তিনি ঘটনাস্থলে মারা যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

ডেস্ক রিপোর্ট 























