ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

নওগাঁয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ইংরেজি নববর্ষ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মধ্যে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নববর্ষের শুভ সূচনায় একে অপরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা ।

এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখা, উন্নয়ন কর্মকাণ্ডের গতি অব্যাহত রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বিভাগের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয় । শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নওগাঁ জেলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্তায় করেন । তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে কার্যকর সেবা প্রদান আরও জোরদার করা সম্ভব । নববর্ষে নওগাঁ জেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় নওগাঁ জেলাকে আরও উন্নতির পথে এগিয়ে নেওয়া যাবে।

নওগাঁয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ১২:০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ইংরেজি নববর্ষ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মধ্যে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নববর্ষের শুভ সূচনায় একে অপরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা ।

এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখা, উন্নয়ন কর্মকাণ্ডের গতি অব্যাহত রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বিভাগের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয় । শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নওগাঁ জেলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্তায় করেন । তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে কার্যকর সেবা প্রদান আরও জোরদার করা সম্ভব । নববর্ষে নওগাঁ জেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় নওগাঁ জেলাকে আরও উন্নতির পথে এগিয়ে নেওয়া যাবে।