ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে বামনার ডৌয়াতলায় জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, বাস, পিকআপ, প্রাইভেট কার ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে। এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা যায় যৌথবাহিনীকে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা উপজেলার ডৌয়াতলা বাজারের খিদমাহ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করা হয়।যৌথ অভিযানে নৌবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ ছিল। অভিযানের নেতৃত্ব দেন নৌবাহিনীর বামনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট এম.ডি. মাহিন, (এক্স), বিএন, (পি নং-৪০১৬)।
অভিযানে সড়ক আইনে লাইসেন্স বিহীন ও হেলমেট না থাকার আইনে ৫টি মামলার বিপরীতে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে নৌবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে আসছে।

ঘন কুয়াশা নদী অববাহিকায় , শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আভাস

যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে বামনার ডৌয়াতলায় জরিমানা

প্রকাশিত : ০৫:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, বাস, পিকআপ, প্রাইভেট কার ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে। এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা যায় যৌথবাহিনীকে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা উপজেলার ডৌয়াতলা বাজারের খিদমাহ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করা হয়।যৌথ অভিযানে নৌবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ ছিল। অভিযানের নেতৃত্ব দেন নৌবাহিনীর বামনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট এম.ডি. মাহিন, (এক্স), বিএন, (পি নং-৪০১৬)।
অভিযানে সড়ক আইনে লাইসেন্স বিহীন ও হেলমেট না থাকার আইনে ৫টি মামলার বিপরীতে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে নৌবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে আসছে।