কিশোরগঞ্জ প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রম ৮ ম পর্যায় প্রকল্পের আওতায় প্রাক প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পাঠদান ঘরের শুভ উদ্বোধন ও কম্বল বিতরণ করা হয়েছে ।

সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়ায় নায়েব সাহেবের বাড়ির সামনে অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার প্রাংগনে বৃহস্পতিবার সকালে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামীক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো:আবু বকর সিদ্দিক, প্রধান আলোচক ছিলেন ইফার ফিল্ড অফিসার বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মাও. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ইফার মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক। বক্তব্য রাখেন ইফার সাধারণ কেয়ারটেকার মাও মাহতাব উদ্দিন। ইফার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রম ৮ ম পর্যায় প্রকল্পের শিক্ষক মাও আমিনুল হক ও ফারজানা আক্তার পলির আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মহিনন্দ ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত মিনু,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল প্রমুখ।

পরে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রম ৮ ম পর্যায় প্রকল্পের আওতায় প্রাক প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পাঠদান ঘরের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিগণ। এছাড়াও প্রত্যোক শিক্ষার্থীদের মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























