ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

বাকেরগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে আলোচিত এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় গাজীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ভরপাশা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত হৃদয় গাজী বাকেরগঞ্জ উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের বাচ্চু গাজীর ছেলে।


​পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হৃদয় গাজীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা ফিরোজ হাওলাদার। মামলায় ওই শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত হৃদয় গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার শুরু থেকেই আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
​বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই তাকে আটক করতে সক্ষম হয়।
​বাকেরগঞ্জ থানা সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে (শনিবার) আদালতে সোপর্দ করা হবে। সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের এই খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত : ০৩:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে আলোচিত এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় গাজীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ভরপাশা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত হৃদয় গাজী বাকেরগঞ্জ উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের বাচ্চু গাজীর ছেলে।


​পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হৃদয় গাজীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা ফিরোজ হাওলাদার। মামলায় ওই শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত হৃদয় গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার শুরু থেকেই আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
​বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই তাকে আটক করতে সক্ষম হয়।
​বাকেরগঞ্জ থানা সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে (শনিবার) আদালতে সোপর্দ করা হবে। সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের এই খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।