ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

মেঘনা নদী মুহুর্তেই ফাঁকা : ৮১ লাখ টাকার অবৈধ জাল জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি: জাটকা নিধন প্রতিরোধে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। অভিযান শুরুর পর দ্রæত জেলেরা আত্মগোপন করায় মুহুর্তেই মেঘনা নদী ফাঁকা হয়ে যায়। এসময় অভিযানিক দল প্রায় ৮১ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দসহ একজন জেলেকে আটক করেছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-জাটকা নিধন প্রতিরোধে উপজেলার মেঘনা নদীর প্রেমবাজার, পুরান হিজলা, চর দূর্গাপুর, চর মেমানিয়াসহ চারটি চরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, হিজলা থানা পুলিশ ও নৌ-পুলিশ হিজলা ফাঁড়ির সদস্যদের নিয়ে যৌথভাবে বিশেষ কম্বিং অভিযান পরিচালনা করা হয়।

এসময় অসাধু জেলেরা অভিযান টের পেয়ে দ্রুত পালিয়ে গেলেও অভিযানে ৮০টি মাছ ধরার ট্রলার থেকে ১৭ লাখ মিটার জাটকা ধরার ছোট ফাঁসের অবৈধ কারেন্ট জাল জব্দসহ একজন অসাধু জেলেকে আটক করা হয়।


পরবর্তীতে জব্দকৃত প্রায় ৮১ লাখ টাকা মূল্যের জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি লক্ষীপুর গ্রামের শাজাহান রাঢ়ীর ছেলে আটক জেলে ইব্রাহীম রাঢ়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, হিজলা থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম, হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শাহজাদাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের আলেম সমাজের সাথে নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেঘনা নদী মুহুর্তেই ফাঁকা : ৮১ লাখ টাকার অবৈধ জাল জব্দ

প্রকাশিত : ০৮:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

বরিশাল প্রতিনিধি: জাটকা নিধন প্রতিরোধে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। অভিযান শুরুর পর দ্রæত জেলেরা আত্মগোপন করায় মুহুর্তেই মেঘনা নদী ফাঁকা হয়ে যায়। এসময় অভিযানিক দল প্রায় ৮১ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দসহ একজন জেলেকে আটক করেছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-জাটকা নিধন প্রতিরোধে উপজেলার মেঘনা নদীর প্রেমবাজার, পুরান হিজলা, চর দূর্গাপুর, চর মেমানিয়াসহ চারটি চরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, হিজলা থানা পুলিশ ও নৌ-পুলিশ হিজলা ফাঁড়ির সদস্যদের নিয়ে যৌথভাবে বিশেষ কম্বিং অভিযান পরিচালনা করা হয়।

এসময় অসাধু জেলেরা অভিযান টের পেয়ে দ্রুত পালিয়ে গেলেও অভিযানে ৮০টি মাছ ধরার ট্রলার থেকে ১৭ লাখ মিটার জাটকা ধরার ছোট ফাঁসের অবৈধ কারেন্ট জাল জব্দসহ একজন অসাধু জেলেকে আটক করা হয়।


পরবর্তীতে জব্দকৃত প্রায় ৮১ লাখ টাকা মূল্যের জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি লক্ষীপুর গ্রামের শাজাহান রাঢ়ীর ছেলে আটক জেলে ইব্রাহীম রাঢ়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, হিজলা থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম, হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শাহজাদাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।