খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর সভার ১,২,ও ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে হাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩ নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার।

ওয়াদুদ ভুইয়া সংসদে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, তিনি এমপি নির্বাচিত হয়ে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। এ ছাড়াও আগামীতে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে বিভিন্ন ধাপে পরিবারের প্রধান নারীদের নাম ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড ও প্রতিটি মসজিদের ইমামকে সরকারি ভাবে বেতনের আওতায় আনা হবে এবং ঘরে ঘরে চাকুরির দেয়ার আশ্বাস প্রদান করেন।
পরে বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর ও তাদের সন্তান আরাফাত রহমান কোকো রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।
৩ নং পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাছির আহম্মেদ চৌধুরী, জেলা বিএনপির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ বাদশা মিয়া, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সায়েদ সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল, সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারি প্রমূখ।

ডেস্ক রিপোর্ট 






















