ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

ঢাকা–বরিশাল মহাসড়ক যেন মরণফাঁদ: মাদারীপুরের ঘটকচরে ইজিবাইক ও সার্বিক পরিবহন সংঘর্ষে নিহত- ৫

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা। মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় সার্বিক পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ দুর্ঘটনার পর মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫.৩০ মিনিটের সময় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী সার্বিক পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়।

 

সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। উক্ত দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এতে সার্বিক পরিবহনের বাস ও ইজিবাইক দুটিই দুমড়ে-মুচড়ে যায়। আহত হন আরও কয়েকজন যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন,কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা–বরিশাল মহাসড়কে পদ্মাসেতু হওয়ার পর একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। এতে করে এলাকাবাসীর মধ্যে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ।

জনপ্রিয় সংবাদ

আগৈলঝাড়ায় অপারেশন ডেভিল হান্টে আ.লীগ নেতা হান্নান গ্রেফতার

ঢাকা–বরিশাল মহাসড়ক যেন মরণফাঁদ: মাদারীপুরের ঘটকচরে ইজিবাইক ও সার্বিক পরিবহন সংঘর্ষে নিহত- ৫

প্রকাশিত : ০৮:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা। মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় সার্বিক পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ দুর্ঘটনার পর মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫.৩০ মিনিটের সময় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী সার্বিক পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়।

 

সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। উক্ত দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এতে সার্বিক পরিবহনের বাস ও ইজিবাইক দুটিই দুমড়ে-মুচড়ে যায়। আহত হন আরও কয়েকজন যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন,কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা–বরিশাল মহাসড়কে পদ্মাসেতু হওয়ার পর একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। এতে করে এলাকাবাসীর মধ্যে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ।