ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

চুয়াডাঙ্গার দুই আসনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
প্রতীক বরাদ্দ অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ পেয়েছেন ধানের শীষ প্রতীক। একই আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেলকে দেওয়া হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাসানুজ্জামান সজিবকে দেওয়া হয়েছে হাতপাখা প্রতীক।
এ সময় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করে প্রচারণা চালাতে হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রার্থীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী জানান, মোট ১১ জন প্রার্থীর মধ্যে পাঁচজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে ছয়জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার দুই আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দুই আসনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ

প্রকাশিত : ১০:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
প্রতীক বরাদ্দ অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ পেয়েছেন ধানের শীষ প্রতীক। একই আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেলকে দেওয়া হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাসানুজ্জামান সজিবকে দেওয়া হয়েছে হাতপাখা প্রতীক।
এ সময় রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করে প্রচারণা চালাতে হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রার্থীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী জানান, মোট ১১ জন প্রার্থীর মধ্যে পাঁচজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে ছয়জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার দুই আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।