কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৪ নং ওয়ার্ডে তুজারভাঙ্গা গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপি’র নির্বাচনী অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

দাউদকান্দি পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি হাজী মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ ,কে শামসুল হক, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন আহমেদ, দাউদকান্দি পৌর বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম , যুগ্ম আহবায়ক মোস্তাক সরকার, যুগ্ম-আহবায়ক বাবুল মোল্লা যুবদলের কেন্দ্রীয় নেতা মামুন ভূঁইয়া, সাবেক যুবদল নেতা শাহবুদ্দিন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ রিপন ,পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল সহ প্রচুর নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি ড. খন্দকার মারুক হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে কুমিল্লা -১ আসনটি ধানের শীষ মার্কা সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয় লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ।

ডেস্ক রিপোর্ট 





















