ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

সাতক্ষীরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছে: ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর বিজয় নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য এমন মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আন্দোলন কোনো দলীয় স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, এটি জনগণের অধিকার, ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি সুযোগ দেন, তবে দীনের নির্দেশনার আলোকে দেশ পরিচালনা করা হবে। মুসলমানদের মধ্যেও বিভিন্ন মত ও চিন্তাধারা রয়েছে, সব বিষয়ে একমত হওয়া সব সময় সম্ভব নয়। তবে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে একটি কমন বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আগামী ১২ তারিখ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়াতে সাতক্ষীরাবাসীকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, দেশের রাজনীতি ও অর্থনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব, কৃত্রিম সংকট এবং স্বার্থান্বেষী সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে সেই ব্যবস্থার পরিবর্তন এসেছে। এখন আর কাউকে পুরোনো অন্যায়ের পথে ফিরে যেতে দেওয়া হবে না। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাসার, গাজী নজরুল ইসলাম, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। এছাড়া ১১টি শরীক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।
জনসভায় সঞ্চালনা করেন জেলা জামায়তের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয় সংবাদ

কালকিনিতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছে: ডা. শফিকুর রহমান

প্রকাশিত : ০৮:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর বিজয় নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য এমন মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আন্দোলন কোনো দলীয় স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, এটি জনগণের অধিকার, ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি সুযোগ দেন, তবে দীনের নির্দেশনার আলোকে দেশ পরিচালনা করা হবে। মুসলমানদের মধ্যেও বিভিন্ন মত ও চিন্তাধারা রয়েছে, সব বিষয়ে একমত হওয়া সব সময় সম্ভব নয়। তবে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে একটি কমন বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আগামী ১২ তারিখ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়াতে সাতক্ষীরাবাসীকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, দেশের রাজনীতি ও অর্থনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব, কৃত্রিম সংকট এবং স্বার্থান্বেষী সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে সেই ব্যবস্থার পরিবর্তন এসেছে। এখন আর কাউকে পুরোনো অন্যায়ের পথে ফিরে যেতে দেওয়া হবে না। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাসার, গাজী নজরুল ইসলাম, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। এছাড়া ১১টি শরীক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।
জনসভায় সঞ্চালনা করেন জেলা জামায়তের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।