দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় ইতালি থেকে ছুটি এসেছে ইতালি প্রবাসী আলাউদ্দিন হোসেন। কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে তুজারভাঙ্গা গ্রামে মোল্লাবাড়ির কৃতিসন্তান ৮০-৯০ দশকের সাবেক কুমিল্লা জেলা ছাত্রদল নেতা আলাউদ্দিন হোসেন তাঁর প্রিয় নেতার ভালোবাসার টানে হৃদয়ের টানে সুদূর ইতালি থেকে ছুটে এসে নেতার বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচারণের অংশগ্রহণ করে প্রিয় ভ. খন্দকার মোশাররফ হোসেনের বিগত দিনে দাউদকান্দি মেঘনার রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা সহ উন্নয়নমূলক কাজ জনগণের কাছে তুলে ধরেছেন।

ইতালি প্রবাসী আলাউদ্দিন হোসেন বলেন, দাউদকান্দি মেঘনার উন্নয়নের স্বার্থে প্রিয় এলাকাবাসী আগামী ১২ ফেব্রুয়ারি প্রত্যেকের একটি একটি করে ধানের শীষে ভোট দিয়ে প্রিয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার কে পুনরায় নির্বাচিত করে উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিন। তিনি আরো বলেন দাউদকান্দি মেঘনাবাসির ভোটে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার বিজয়ী হবে ইনশাআল্লাহ।

ডেস্ক রিপোর্ট 






















