ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বেনাপোল বন্দর কর্মচারীদের অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে-“মানববন্ধন” কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বেনাপোল (শার্শা) প্রতিনিধি : অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি থাকায় মঙ্গলবার সকাল ৯:০০ টা থেকে ১০:৩০ টা পর্যন্ত  প্রাই দেড় ঘন্টা বন্দরে কর্মবিরতি ছিলো এবং আমদানি-রপ্তানিসহ বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম সাময়িক বন্ধ ছিলো।
২৭ জানুয়ারী-২০২৬ ইং, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত  স্থলবন্দরের দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেয়।
মানববন্ধনে বন্দর কর্মচারীরা বলেন, ‘অফিস সময়ের অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক হিসাবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। তবে গত দুই মাস ধরে এই অধিকাল ভাতা বন্ধ করেছে সরকার। এতে তারা অথনৈতিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন।
বর্তমানে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা তাদের  অফিস করতে হয়। দ্রুত এই ভাতা চালু না করলে আগামীতে অফিস সময় বিকাল ৫টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেন তারা।
এদিকে মানববন্ধনে কর্মবিরতির কারণে বন্ধ হয়ে পড়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস। এতে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট।
জনপ্রিয় সংবাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপতথ্য রোধে টিকটকের বিশেষ উদ্যোগ, অ্যাপেই মিলবে নির্বাচনের সব তথ্য

বেনাপোল বন্দর কর্মচারীদের অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে-“মানববন্ধন” কর্মসূচি

প্রকাশিত : ১২:০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
বেনাপোল (শার্শা) প্রতিনিধি : অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি থাকায় মঙ্গলবার সকাল ৯:০০ টা থেকে ১০:৩০ টা পর্যন্ত  প্রাই দেড় ঘন্টা বন্দরে কর্মবিরতি ছিলো এবং আমদানি-রপ্তানিসহ বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম সাময়িক বন্ধ ছিলো।
২৭ জানুয়ারী-২০২৬ ইং, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত  স্থলবন্দরের দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেয়।
মানববন্ধনে বন্দর কর্মচারীরা বলেন, ‘অফিস সময়ের অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক হিসাবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। তবে গত দুই মাস ধরে এই অধিকাল ভাতা বন্ধ করেছে সরকার। এতে তারা অথনৈতিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন।
বর্তমানে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা তাদের  অফিস করতে হয়। দ্রুত এই ভাতা চালু না করলে আগামীতে অফিস সময় বিকাল ৫টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেন তারা।
এদিকে মানববন্ধনে কর্মবিরতির কারণে বন্ধ হয়ে পড়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস। এতে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট।