ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে স্কেলের দাবিতে বাউফলে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ এবং অনতিবিলম্বে জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় সংগঠনের বাউফল উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশের অংশ হিসেবে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাধীনতা স্তম্ভের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্সী ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির। বক্তারা বলেন, জ্বালানি উপদেষ্টার বক্তব্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অবমাননাকর ও অযৌক্তিক। একই সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
তারা আরও বলেন, বর্তমানে দেশে সাড়ে চার কোটি সরকারি কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। তাদের ন্যায্য ও প্রাণের দাবি উপেক্ষা করা হলে প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে এবং আন্দোলন অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে স্কেলের দাবিতে বাউফলে বিক্ষোভ

প্রকাশিত : ০৬:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ এবং অনতিবিলম্বে জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় সংগঠনের বাউফল উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশের অংশ হিসেবে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাধীনতা স্তম্ভের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্সী ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির। বক্তারা বলেন, জ্বালানি উপদেষ্টার বক্তব্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অবমাননাকর ও অযৌক্তিক। একই সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
তারা আরও বলেন, বর্তমানে দেশে সাড়ে চার কোটি সরকারি কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। তাদের ন্যায্য ও প্রাণের দাবি উপেক্ষা করা হলে প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে এবং আন্দোলন অব্যাহত থাকবে।