ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে ইসরায়েল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

গাজায় দখলদার ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যত নিয়ে আজ (২৯ জুন) রাতে বিশেষ আলোচনায় বসবে ইসরায়েলি সরকার ও তাদের সেনাবাহিনী।

সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে, এতে নিরাপত্তা নেতা, সরকারের জোট নেতা ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।

সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সামরিক অভিযান নিয়ে জানাবেন। এতে গাজার কতটুকু অংশে ইসরায়েলি সেনা ও কতটুকু অংশে হামাসের নিয়ন্ত্রণ আছে সে ব্যাপারে অবহিত করতে পারেন তিনি। বৈঠকে তিনি বলতে পারেন, গাজায় সেনাদের অভিযান প্রায় শেষ হয়েছে।

তবে ইসরায়েলি সরকারের কিছু সদস্য তার এ প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন। তারা বলতে পারেন, গাজায় হামাস এখনো পরাজিত হয়নি, তাই সামরিক অভিযান অব্যাহত রাখতে হবে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকোফের প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা হবে। এই প্রস্তাবে বলা আছে, হামাস ও ইসরায়েলের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি হবে। কিন্তু ইসরায়েল চাইলে আবারও গাজায় হামলা শুরু করতে পারে। যা হামাস আগেই প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েলি সেনাপ্রধান উইটকোফের প্রস্তাবকে সমর্থন জানাতে পারেন।

সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম আরও জানিয়েছে, ইসরায়েলি কিছু মন্ত্রী আশঙ্কা করছে, যদি যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ অব্যাহত রাখে তাহলে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতিটি স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নিতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে ইসরায়েলিদের প্রতি বার্তা দিয়েছেন, এতে তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে ইসরায়েল

প্রকাশিত : ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

গাজায় দখলদার ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যত নিয়ে আজ (২৯ জুন) রাতে বিশেষ আলোচনায় বসবে ইসরায়েলি সরকার ও তাদের সেনাবাহিনী।

সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে, এতে নিরাপত্তা নেতা, সরকারের জোট নেতা ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন।

সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সামরিক অভিযান নিয়ে জানাবেন। এতে গাজার কতটুকু অংশে ইসরায়েলি সেনা ও কতটুকু অংশে হামাসের নিয়ন্ত্রণ আছে সে ব্যাপারে অবহিত করতে পারেন তিনি। বৈঠকে তিনি বলতে পারেন, গাজায় সেনাদের অভিযান প্রায় শেষ হয়েছে।

তবে ইসরায়েলি সরকারের কিছু সদস্য তার এ প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন। তারা বলতে পারেন, গাজায় হামাস এখনো পরাজিত হয়নি, তাই সামরিক অভিযান অব্যাহত রাখতে হবে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকোফের প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা হবে। এই প্রস্তাবে বলা আছে, হামাস ও ইসরায়েলের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি হবে। কিন্তু ইসরায়েল চাইলে আবারও গাজায় হামলা শুরু করতে পারে। যা হামাস আগেই প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েলি সেনাপ্রধান উইটকোফের প্রস্তাবকে সমর্থন জানাতে পারেন।

সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম আরও জানিয়েছে, ইসরায়েলি কিছু মন্ত্রী আশঙ্কা করছে, যদি যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ অব্যাহত রাখে তাহলে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতিটি স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নিতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে ইসরায়েলিদের প্রতি বার্তা দিয়েছেন, এতে তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়েছেন।