বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনটির তিনি এ কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, স্বৈরাচার পতনের পর একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবি। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে।
ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, ১৯৪৭ সালে থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের ইতিহাসের অংশজুড়ে আছে ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ অবদান। দেশ ও জাতি গঠনের জন্য সবার আগে প্রয়োজন শিক্ষাব্যবস্থা ও ছাত্ররাজনীতির সংস্কার। ছাত্র সংসদভিত্তিক ছাত্ররাজনীতির ধারা চালুর মাধ্যমেই কেবল সেই সংস্কার অর্থবহ হতে পারে।
তিনি বলেন, ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ প্ল্যাটফর্ম, যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে থাকে। নির্বাচিত প্রতিনিধিও শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ থাকে। ফলে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজুড়বৃত্তিক রাজনীতির সংস্কৃতির অবসান ঘটে এবং মুক্তবাক, স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ও ছাত্রবান্ধব ছাত্ররাজনীতির বিকাশ লাভ করে।
ডাকসু নির্বাচন নিয়ে জাহিদুল ইসলাম বলেন, ১৯৯০ সালের পর সর্বশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন হলেও বিগত তিন দশকের বেশি সময় ধরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রসংসদ নির্বাচন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এর পেছনে রয়েছে ক্ষমতাসীনদের একচেটিয়া আধিপত্য কায়েমের দুরভিসন্ধি।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ভয়ভীতি প্রদর্শনসহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনও অদৃশ্য ইশারায় নির্বাচন দিতে গড়িমসি করছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্র সংসদ নির্বাচন বানচালের চেষ্টা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ, যা দেশপ্রেমিক সচেতন ছাত্রসমাজ কখনোই মেনে নেবে না।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।