ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

লামার সব রিসোর্ট পর্যটকদের জন্য উন্মুক্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

সাত দিন বন্ধ থাকার পর লামা উপজেলার সব রিসোর্ট ও পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার অনুমতি দিয়েছে লামা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের সম্ভাব্য আশঙ্কা থাকায় পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হয়েছিল। উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে লামার সব রিসোর্ট খোলা রাখা যেতে পারে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গত ১০ জুলাই থেকে পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এগুলো খোলা রাখা যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এখন স্বাভাবিক থাকলেও আগামী ২০ জুলাই থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টা মঙ্গলবার বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন

লামার সব রিসোর্ট পর্যটকদের জন্য উন্মুক্ত

প্রকাশিত : ১১:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সাত দিন বন্ধ থাকার পর লামা উপজেলার সব রিসোর্ট ও পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার অনুমতি দিয়েছে লামা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের সম্ভাব্য আশঙ্কা থাকায় পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হয়েছিল। উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে লামার সব রিসোর্ট খোলা রাখা যেতে পারে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গত ১০ জুলাই থেকে পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এগুলো খোলা রাখা যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এখন স্বাভাবিক থাকলেও আগামী ২০ জুলাই থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।