ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন দেশ গড়তে হলে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ২৫ বার দেখা হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন দেশ পেলেও বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে কাঙ্ক্ষিত দেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি)  জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম। তিনি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, এ দেশ গড়তে হলে রাজনৈতিক দলেরও পরিবর্তন বা সংস্কার প্রয়োজন।

শুক্রবার (২০ জুন) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংবাদিক সমিতির আয়োজনে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক সেমিনারে নিজামুল হক নাঈম এসব কথা বলেন।

বিডিপির জেনারেল সেক্রেটারি আরও বলেন, অনেক সাংবাদিক আছেন যারা সত্যিকার অর্থে দেশকে প্রতিনিধিত্ব করেন। অন্যান্য সাংবাদিকদেরও তাদের অনুসারী হতে হবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অ্যাজেন্ডা নিয়ে কাজ করবে।

জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় ও সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

জনপ্রিয় সংবাদ

রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরে

রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন দেশ গড়তে হলে

প্রকাশিত : ১১:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন দেশ পেলেও বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে কাঙ্ক্ষিত দেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি)  জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম। তিনি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, এ দেশ গড়তে হলে রাজনৈতিক দলেরও পরিবর্তন বা সংস্কার প্রয়োজন।

শুক্রবার (২০ জুন) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংবাদিক সমিতির আয়োজনে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক সেমিনারে নিজামুল হক নাঈম এসব কথা বলেন।

বিডিপির জেনারেল সেক্রেটারি আরও বলেন, অনেক সাংবাদিক আছেন যারা সত্যিকার অর্থে দেশকে প্রতিনিধিত্ব করেন। অন্যান্য সাংবাদিকদেরও তাদের অনুসারী হতে হবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অ্যাজেন্ডা নিয়ে কাজ করবে।

জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় ও সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।