ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৩৮তম প্রদর্শনী হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর যোদ্ধা মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডকে উপজীব্য করে নির্মিত নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৩৮তম প্রদর্শনী হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

আগামী ২০ জুলাই সন্ধ্যা ৭টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। এর আগে ১৮ ও ১৯ জুলাই মহড়া অনুষ্ঠিত হবে। নাটকটি প্রযোজনা করছে নাট্যদল ঢাকা পদাতিক।

রচনা ও মূল নির্দেশনা করেছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার দায়িত্ব নিয়েছেন দেশের প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী।

নবনির্দেশনা নিয়ে নাদের চৌধুরী বলেন, “ট্রায়াল অব সূর্যসেন ঐতিহাসিক একটি নাটক। মাসুম আজিজ ভাই এটি তৈরি করেছিলেন। পরবর্তীতে কিছু অংশ অলংকরণ করে নতুনভাবে নির্দেশনা দিয়েছি। আমি নিজেই ‘মাস্টারদা সূর্যসেন’ চরিত্রে অভিনয় করছি। এই নাটক আমাদের নতুন প্রজন্মের দেখা উচিত।”

নাটকটিতে প্রায় ৪০টি চরিত্র রয়েছে। সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন, বাঙালি উকিলসহ নানা চরিত্র রূপায়ণ করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, শাহনাজ পারভিন জয়া, মামুন উর রশিদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, রবিউল মিলটন, আল আমিন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাক্সুদসহ আরও অনেকে।

নাটকের আলোক পরিকল্পনায় আছেন জাকারিয়া কিরন এবং সঙ্গীত পরিকল্পনায় আছেন আবুল বাশার সোহেল।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া দিল্লিতে আন্তর্জাতিক মঞ্চেও প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে ‘ট্রায়াল অব সূর্যসেন’।

প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৩৮তম প্রদর্শনী হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে

প্রকাশিত : ০৮:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর যোদ্ধা মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডকে উপজীব্য করে নির্মিত নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৩৮তম প্রদর্শনী হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

আগামী ২০ জুলাই সন্ধ্যা ৭টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। এর আগে ১৮ ও ১৯ জুলাই মহড়া অনুষ্ঠিত হবে। নাটকটি প্রযোজনা করছে নাট্যদল ঢাকা পদাতিক।

রচনা ও মূল নির্দেশনা করেছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রয়াত নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার দায়িত্ব নিয়েছেন দেশের প্রথিতযশা অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী।

নবনির্দেশনা নিয়ে নাদের চৌধুরী বলেন, “ট্রায়াল অব সূর্যসেন ঐতিহাসিক একটি নাটক। মাসুম আজিজ ভাই এটি তৈরি করেছিলেন। পরবর্তীতে কিছু অংশ অলংকরণ করে নতুনভাবে নির্দেশনা দিয়েছি। আমি নিজেই ‘মাস্টারদা সূর্যসেন’ চরিত্রে অভিনয় করছি। এই নাটক আমাদের নতুন প্রজন্মের দেখা উচিত।”

নাটকটিতে প্রায় ৪০টি চরিত্র রয়েছে। সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, নেত্র সেন, বাঙালি উকিলসহ নানা চরিত্র রূপায়ণ করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, শাহনাজ পারভিন জয়া, মামুন উর রশিদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, রবিউল মিলটন, আল আমিন, সুমন ঘোষ, ফারজানা নিপা, আরিফ, মাক্সুদসহ আরও অনেকে।

নাটকের আলোক পরিকল্পনায় আছেন জাকারিয়া কিরন এবং সঙ্গীত পরিকল্পনায় আছেন আবুল বাশার সোহেল।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া দিল্লিতে আন্তর্জাতিক মঞ্চেও প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে ‘ট্রায়াল অব সূর্যসেন’।