ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

নীলফামারীতে ভারী বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জে টানা ভারী বৃষ্টিতে একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে নদীর দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে নিতাই ইউনিয়ন পরিষদসহ কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, উজানের ঢল ও টানা বর্ষণে তীব্র স্রোতের কারণে সংযোগ সড়কটি ধসে পড়েছে। ধসের পর থেকে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ করে সেতুর এক পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না। দ্রুত মেরামত করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীম সাহা বলেন, সংযোগ সড়ক ধসে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। বিকল্প পথ তৈরি করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া – উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নীলফামারীতে ভারী বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কে ধস

প্রকাশিত : ০৭:২৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে টানা ভারী বৃষ্টিতে একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে নদীর দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে নিতাই ইউনিয়ন পরিষদসহ কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, উজানের ঢল ও টানা বর্ষণে তীব্র স্রোতের কারণে সংযোগ সড়কটি ধসে পড়েছে। ধসের পর থেকে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ করে সেতুর এক পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না। দ্রুত মেরামত করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীম সাহা বলেন, সংযোগ সড়ক ধসে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। বিকল্প পথ তৈরি করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।