ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

তীব্র স্রোতে দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত, ঘাটে যানজট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে ঘাটে ফেরি ভিড়তে পারছে না। গুরুত্বপূর্ণ তিনটি ঘাটের মধ্যে একটি সচল থাকলেও দুটি বন্ধ রয়েছে। এতে যানবাহন পারাপার ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

এদিকে ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় দুই শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বইছে তীব্র স্রোত। যার কারণে যানবাহন পারাপার ব্যাহতের পাশাপাশি দৌলতদিয়া প্রান্তে স্রোতে ঘাটে ফেরি ভিড়তে না পারায় দেখা দিয়েছে ঘাট সংকট। বর্তমানে ৩, ৪ ও ৭ নম্বর ঘাটের মধ্যে শুধু ৭ নম্বর ঘাট চালু রয়েছে। তীব্র স্রোতের কারণে ৩ ও ৪ নং ঘাটে ফেরি ভিড়তে পারছে না।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, তীব্র স্রোতে ফেরিগুলো চলাচল করতে সময় বেশি লাগছে। পাশাপাশি স্রোতের কারণে ফেরি দৌলতদিয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর ঘাটে ভিড়তে পারছে না। বর্তমানে শুধু ৭ নম্বর ঘাট দিয়ে পারাপার চলছে। ওই ঘাটটির ৩ পকেটের মধ্যে চালু রয়েছে দুটি। অন্য পকেটে মেরামতের কাজ চলছে। ফলে দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।

রাজউকের উচ্ছেদ অভিযান বনানীতে

তীব্র স্রোতে দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত, ঘাটে যানজট

প্রকাশিত : ০১:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে ঘাটে ফেরি ভিড়তে পারছে না। গুরুত্বপূর্ণ তিনটি ঘাটের মধ্যে একটি সচল থাকলেও দুটি বন্ধ রয়েছে। এতে যানবাহন পারাপার ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

এদিকে ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় দুই শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বইছে তীব্র স্রোত। যার কারণে যানবাহন পারাপার ব্যাহতের পাশাপাশি দৌলতদিয়া প্রান্তে স্রোতে ঘাটে ফেরি ভিড়তে না পারায় দেখা দিয়েছে ঘাট সংকট। বর্তমানে ৩, ৪ ও ৭ নম্বর ঘাটের মধ্যে শুধু ৭ নম্বর ঘাট চালু রয়েছে। তীব্র স্রোতের কারণে ৩ ও ৪ নং ঘাটে ফেরি ভিড়তে পারছে না।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, তীব্র স্রোতে ফেরিগুলো চলাচল করতে সময় বেশি লাগছে। পাশাপাশি স্রোতের কারণে ফেরি দৌলতদিয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর ঘাটে ভিড়তে পারছে না। বর্তমানে শুধু ৭ নম্বর ঘাট দিয়ে পারাপার চলছে। ওই ঘাটটির ৩ পকেটের মধ্যে চালু রয়েছে দুটি। অন্য পকেটে মেরামতের কাজ চলছে। ফলে দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।