ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে পর্যটনের ছোঁয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ভালুকা এখন শুধু শিল্পাঞ্চল নয়, রূপ নিচ্ছে পর্যটন ও আন্তর্জাতিক শিক্ষার নতুন কেন্দ্রে। এখানে একসঙ্গে গড়ে উঠছে আন্তর্জাতিকমানের বোর্ডিং স্কুল, পাঁচতারকা হোটেল ও বিলাসবহুল রিসোর্ট। এসব প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস পিএলসি।

ভালুকার দ্রুত বর্ধনশীল শিল্প এলাকার প্রেক্ষাপটে বেস্ট হোল্ডিংস হাতে নিয়েছে একাধিক মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক হোটেল চেইন ম্যারিয়ট ভালুকা, বিশ্বখ্যাত বোর্ডিং স্কুল হেইলিবেরি ভালুকা এবং ৫৩ একর জমিতে নির্মিতব্য লাজারি লাক্সারি কালেকশনস রিসোর্ট।

শনিবার (১৬ আগস্ট) ময়মনসিংহের ভালুকায় বেস্ট হোল্ডিংস পিএলসির বিভিন্ন চলমান প্রকল্প ঘুরিয়ে দেখানো হয় সাংবাদিকদের। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা হেইলিবেরি আন্তর্জাতিক স্কুল, ম্যারিয়ট ভালুকা হোটেল ও লাজারি রিসোর্টের নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি এসব উদ্যোগ শিল্পাঞ্চলের কাঠামো ও অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলবে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানান।

বিশ্বের অন্যতম বিখ্যাত বোর্ডিং স্কুল হেইলিবেরি। প্রায় ১৬০ বছর আগে যুক্তরাজ্যে এর যাত্রা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এ বিদ্যালয়ের শাখা রয়েছে। সম্প্রতি চালু হয়েছে হেইলিবেরি ভালুকার ২০২৪ শিক্ষাবর্ষ। প্রথম ব্যাচের শতভাগ শিক্ষার্থী ২০-৭৫ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তি পেয়েছে। গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত ক্লাস শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে ১২তম গ্রেড পর্যন্ত সম্প্রসারিত হবে। স্কুল পরিচালনা করছে বেস্ট হোল্ডিংস এর অঙ্গপ্রতিষ্ঠান আইকন এক্স সার্ভিসেস লিমিটেড।

শুধু পড়ালেখা নয়, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুত করতেই হেইলিবেরির রয়েছে নেতৃত্ব বিকাশ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং বৈশ্বিক অংশগ্রহণমূলক নানা কার্যক্রম। এরইমধ্যে এমআইটির সঙ্গে যৌথ সামার প্রোগ্রাম, হার্ভার্ড সামার স্কুল ইনফো সেশন এবং ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ডে অংশ নিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কিলোমিটার উত্তরে ভালুকার মাওনা–হবিরবাড়ি এলাকায় ৪.৫ একর জমিতে গড়ে উঠছে পাঁচতারকামানের ম্যারিয়ট ভালুকা হোটেল। হোটেলটিতে থাকছে ২২৮টি আধুনিক কক্ষ, মিটিং রুম, স্পা, ফিটনেস সেন্টার, সিনেপ্লেক্স, ফুডকোর্টসহ সব আধুনিক সুবিধা।

আইফনএজ হোটেলস লিমিটেড ২০২১ সালের জুনে মারিয়ট ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি করে। ম্যারিয়ট হোটেলের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। এখন এর অভ্যন্তরীণ সাজসজ্জাসহ বাকি কাজ শেষ পর্যায়ে রযেছে। এছাড়াও ম্যারিয়ট ভালুকার কমার্শিয়াল কমপ্লেক্স, শপিংমল, সিনেপ্লেক্স, ফুডকোর্টের কাজও চলমান রয়েছে। ২০২৬ সালের জুন নাগাদ হোটেলটি চালুর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ভালুকায় ৫৩ একর জমিতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিকমানের বিলাসবহুল রিসোর্ট লাজারি লাক্সারি কালেকশনস। এখানে থাকছে এক্সিকিউটিভ লাউঞ্জ, সুইমিং পুল, গলফ প্র্যাকটিস জোন, টেনিস-কোর্ট, থিয়েটার, স্পা, প্রেসিডেন্সিয়াল ভিলা, সিগনেচার রেস্টুরেন্টসহ অসংখ্য ফ্যাসিলিটি।

হোটেল ও কমার্শিয়াল কমপ্লেক্সটি পরিচালিত হবে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল-এর মাধ্যমে, যারা এর আগে ঢাকায় সফলভাবে ‘লে মেরিডিয়ান’ পরিচালনা করেছে। নতুন হোটেল শুধু অতিথি সেবা নয়, শিল্পাঞ্চলের ব্যবসায়িক চাহিদাও পূরণ করবে বলে জানিয়েছেন বেস্ট হোল্ডিংসের কোম্পানি সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ বলেন, এই প্রকল্প দেশের পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতাকে তুলে ধরছে। এখন আর ব্যবসা শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক নয়—বিনিয়োগকারীরা ভালুকার মতো উদীয়মান শিল্পাঞ্চলের দিকেই ঝুঁকছেন। তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা জরুরি। ভালুকায় হোটেল নির্মাণের সিদ্ধান্ত কেবল একটি ব্যবসায়িক পদক্ষেপ নয়, এটি একটি কৌশলগত ও প্রতীকী উদ্যোগও। এই অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে এটি সহায়ক হবে। পাশাপাশি ঢাকার বাইরে ব্যবসা ও উন্নয়নের পরিবেশ তৈরিতে বড় ভূমিকা রাখবে।

এই তিনটি প্রকল্প চালু হলে ভালুকা রূপ নেবে একটি পূর্ণাঙ্গ শিল্প, শিক্ষা ও পর্যটন হাবে। একইসঙ্গে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আঞ্চলিক উন্নয়নে রাখবে দৃশ্যমান অবদান-বলছে প্রতিষ্ঠানটি।

 

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা দুই শুটারসহ ৩ জন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে পর্যটনের ছোঁয়া

প্রকাশিত : ০৮:৪৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ময়মনসিংহের ভালুকা এখন শুধু শিল্পাঞ্চল নয়, রূপ নিচ্ছে পর্যটন ও আন্তর্জাতিক শিক্ষার নতুন কেন্দ্রে। এখানে একসঙ্গে গড়ে উঠছে আন্তর্জাতিকমানের বোর্ডিং স্কুল, পাঁচতারকা হোটেল ও বিলাসবহুল রিসোর্ট। এসব প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস পিএলসি।

ভালুকার দ্রুত বর্ধনশীল শিল্প এলাকার প্রেক্ষাপটে বেস্ট হোল্ডিংস হাতে নিয়েছে একাধিক মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক হোটেল চেইন ম্যারিয়ট ভালুকা, বিশ্বখ্যাত বোর্ডিং স্কুল হেইলিবেরি ভালুকা এবং ৫৩ একর জমিতে নির্মিতব্য লাজারি লাক্সারি কালেকশনস রিসোর্ট।

শনিবার (১৬ আগস্ট) ময়মনসিংহের ভালুকায় বেস্ট হোল্ডিংস পিএলসির বিভিন্ন চলমান প্রকল্প ঘুরিয়ে দেখানো হয় সাংবাদিকদের। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা হেইলিবেরি আন্তর্জাতিক স্কুল, ম্যারিয়ট ভালুকা হোটেল ও লাজারি রিসোর্টের নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি এসব উদ্যোগ শিল্পাঞ্চলের কাঠামো ও অর্থনীতিতে কীভাবে প্রভাব ফেলবে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানান।

বিশ্বের অন্যতম বিখ্যাত বোর্ডিং স্কুল হেইলিবেরি। প্রায় ১৬০ বছর আগে যুক্তরাজ্যে এর যাত্রা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এ বিদ্যালয়ের শাখা রয়েছে। সম্প্রতি চালু হয়েছে হেইলিবেরি ভালুকার ২০২৪ শিক্ষাবর্ষ। প্রথম ব্যাচের শতভাগ শিক্ষার্থী ২০-৭৫ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তি পেয়েছে। গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত ক্লাস শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে ১২তম গ্রেড পর্যন্ত সম্প্রসারিত হবে। স্কুল পরিচালনা করছে বেস্ট হোল্ডিংস এর অঙ্গপ্রতিষ্ঠান আইকন এক্স সার্ভিসেস লিমিটেড।

শুধু পড়ালেখা নয়, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুত করতেই হেইলিবেরির রয়েছে নেতৃত্ব বিকাশ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং বৈশ্বিক অংশগ্রহণমূলক নানা কার্যক্রম। এরইমধ্যে এমআইটির সঙ্গে যৌথ সামার প্রোগ্রাম, হার্ভার্ড সামার স্কুল ইনফো সেশন এবং ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ডে অংশ নিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ কিলোমিটার উত্তরে ভালুকার মাওনা–হবিরবাড়ি এলাকায় ৪.৫ একর জমিতে গড়ে উঠছে পাঁচতারকামানের ম্যারিয়ট ভালুকা হোটেল। হোটেলটিতে থাকছে ২২৮টি আধুনিক কক্ষ, মিটিং রুম, স্পা, ফিটনেস সেন্টার, সিনেপ্লেক্স, ফুডকোর্টসহ সব আধুনিক সুবিধা।

আইফনএজ হোটেলস লিমিটেড ২০২১ সালের জুনে মারিয়ট ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি করে। ম্যারিয়ট হোটেলের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। এখন এর অভ্যন্তরীণ সাজসজ্জাসহ বাকি কাজ শেষ পর্যায়ে রযেছে। এছাড়াও ম্যারিয়ট ভালুকার কমার্শিয়াল কমপ্লেক্স, শপিংমল, সিনেপ্লেক্স, ফুডকোর্টের কাজও চলমান রয়েছে। ২০২৬ সালের জুন নাগাদ হোটেলটি চালুর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ভালুকায় ৫৩ একর জমিতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিকমানের বিলাসবহুল রিসোর্ট লাজারি লাক্সারি কালেকশনস। এখানে থাকছে এক্সিকিউটিভ লাউঞ্জ, সুইমিং পুল, গলফ প্র্যাকটিস জোন, টেনিস-কোর্ট, থিয়েটার, স্পা, প্রেসিডেন্সিয়াল ভিলা, সিগনেচার রেস্টুরেন্টসহ অসংখ্য ফ্যাসিলিটি।

হোটেল ও কমার্শিয়াল কমপ্লেক্সটি পরিচালিত হবে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল-এর মাধ্যমে, যারা এর আগে ঢাকায় সফলভাবে ‘লে মেরিডিয়ান’ পরিচালনা করেছে। নতুন হোটেল শুধু অতিথি সেবা নয়, শিল্পাঞ্চলের ব্যবসায়িক চাহিদাও পূরণ করবে বলে জানিয়েছেন বেস্ট হোল্ডিংসের কোম্পানি সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ বলেন, এই প্রকল্প দেশের পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতাকে তুলে ধরছে। এখন আর ব্যবসা শুধুমাত্র ঢাকাকেন্দ্রিক নয়—বিনিয়োগকারীরা ভালুকার মতো উদীয়মান শিল্পাঞ্চলের দিকেই ঝুঁকছেন। তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা জরুরি। ভালুকায় হোটেল নির্মাণের সিদ্ধান্ত কেবল একটি ব্যবসায়িক পদক্ষেপ নয়, এটি একটি কৌশলগত ও প্রতীকী উদ্যোগও। এই অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে এটি সহায়ক হবে। পাশাপাশি ঢাকার বাইরে ব্যবসা ও উন্নয়নের পরিবেশ তৈরিতে বড় ভূমিকা রাখবে।

এই তিনটি প্রকল্প চালু হলে ভালুকা রূপ নেবে একটি পূর্ণাঙ্গ শিল্প, শিক্ষা ও পর্যটন হাবে। একইসঙ্গে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আঞ্চলিক উন্নয়নে রাখবে দৃশ্যমান অবদান-বলছে প্রতিষ্ঠানটি।