ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বেসিক ব্যাংকের ৭৬ কোটি টাকা আত্মসাতে চার্জশিট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৬৩ বার দেখা হয়েছে

বেসিক ব্যাংকের সঙ্গে চুক্তিভিত্তিক ভবন নির্মাণ ও ফ্লোর স্পেস হস্তান্তরে প্রতারণা ও চুক্তি ভঙ্গের মাধ্যমে প্রায় ৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী সিংকু আকরামুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। সংস্থাটির সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শিহাব সালাম শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করবেন বলে জানা গেছে।

এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে চুক্তি ভঙ্গের অভিযোগে সিংকু আকরামুজ্জামানের নামে মামলা করে দুদক। ওই মামলার বাদী ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. শিহাব সালাম।

চার্জশিটে সিংকু আকরামুজ্জামানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা দুই শুটারসহ ৩ জন গ্রেপ্তার

বেসিক ব্যাংকের ৭৬ কোটি টাকা আত্মসাতে চার্জশিট

প্রকাশিত : ০৯:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

বেসিক ব্যাংকের সঙ্গে চুক্তিভিত্তিক ভবন নির্মাণ ও ফ্লোর স্পেস হস্তান্তরে প্রতারণা ও চুক্তি ভঙ্গের মাধ্যমে প্রায় ৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী সিংকু আকরামুজ্জামানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। সংস্থাটির সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শিহাব সালাম শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করবেন বলে জানা গেছে।

এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে চুক্তি ভঙ্গের অভিযোগে সিংকু আকরামুজ্জামানের নামে মামলা করে দুদক। ওই মামলার বাদী ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. শিহাব সালাম।

চার্জশিটে সিংকু আকরামুজ্জামানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।