নকল ওষুধ প্রদর্শন ও বিক্রির অভিযোগে খুলনায় লাজফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গত মে মাসে লাজফার্মার খুলনার মজিদ স্মরণি রোডের সোনাডাঙ্গা শাখার অভিযান পরিচলনা করে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময়ে দেখা যায়, লাজফার্মায় এডোরাবেলা কোম্পানি দীর্ঘদিন ধরে চুলকানি নিরাময়ের একটি ওষুধ ফিলিপাইনের তৈরি বলে চালিয়ে আসছিল। আসলে ফিলিপাইনের বলে যে ওষুধ বিক্রি করা হচ্ছিল সেটি বাংলাদেশের ঝিনাইদহের এডোরাবেলা হেলথ কেয়ার নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের। এরই প্রেক্ষিতে নগরীর রয়্যাল মোড় শাখায় সোমবার আভিযানকালে চক্রটিকে উপস্থিত করে মজিদ সরণি রোড সোনাডাঙ্গা শাখার নামে পাঁচ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, কিছু দিন আগে এক ভোক্তার অভিযোগ ছিল বিদেশি একটি পণ্য বলে বিক্রি করছে লাজফার্মা। আসলে এটি বিদেশি না, নকল পণ্য। ফিলিপাইনের একটি কোম্পানির পণ্য বলে এতদিন এটি বিক্রি করা হয়েছিল। বিষয়টি লাজফার্মাকে জানালে তারা জানায়, ওষুধটি সরবরাহ করেছে এডোরাবেলা হেলথ কেয়ার। সোমবার ওই প্রতিষ্ঠানের এক কর্মী পুনরায় ওষুধ সরবরাহ করতে এলে লাজ ফার্মা কর্তৃপক্ষ ভোক্তা অধিদপ্তরকে খবর দেয়। পরে অভিযান চালিয়ে নকল ওষুধ সরবরাহের সত্যতা পাওয়া যায়। এ সময় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে জরিমানার টাকা পরিশোধ করে এডোরাবেলা হেলথ কেয়ার।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এডোরাবেলা হেলথ কেয়ার বিভিন্ন ফার্মেসিতে নকল ওষুধ সরবরাহ করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযানে বিষয়টি প্রমাণিত হয়েছে। এজন্য লাজফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদ সেলিম বলেন, নকল এ ওষুধ শরীরে নানা ধরনের রোগ ছড়িয়ে দিতে পারে। তাই অন্য কোনো ফার্মেসিতে এ ওষুধ মজুত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 























