ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

পুলিশের অতিরিক্ত এসপি হাফিজ বরখাস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১১৬ বার দেখা হয়েছে

বিনা অনুমতিতে গত ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক গত ১ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ অনুসারে- অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় অনুপস্থিত থাকার দিন থেকে সরকারি চাকরি হতে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আগে হাফিজ আল ফারুক আলোচিত পলাতক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার ডিএমপির তেজগাঁও বিভাগের পৃথক সময়ে ডিসি থাকাকালে এডিসি হিসেবে কর্মরত ছিলেন কয়েক বছর।

জনপ্রিয় সংবাদ

২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ঢাকা জেলায়

পুলিশের অতিরিক্ত এসপি হাফিজ বরখাস্ত

প্রকাশিত : ০৮:৪৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

বিনা অনুমতিতে গত ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক গত ১ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ অনুসারে- অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় অনুপস্থিত থাকার দিন থেকে সরকারি চাকরি হতে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আগে হাফিজ আল ফারুক আলোচিত পলাতক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার ডিএমপির তেজগাঁও বিভাগের পৃথক সময়ে ডিসি থাকাকালে এডিসি হিসেবে কর্মরত ছিলেন কয়েক বছর।