ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লার বাড়ৈভোগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অভিযানে মেসার্স বিসমিল্লাহ হোটেলকে আবাসিক লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চাঁদনী হাউজিং এলাকায় মেসার্স এম আর ইয়ার্ণ ডাইংয়ের ১ টন ক্ষমতাসম্পন্ন বয়লারে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে মুন্সীগঞ্জে একটি মার্বেল ফ্যাক্টরি, তিনটি হোটেল-রেস্টুরেন্ট এবং একটি বেকারির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাজীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে টেকনগপাড়া ও তেলিপাড়ায় অভিযান চালিয়ে আনুমানিক ৭০টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বামনায় ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের নির্বাচনী মিছিল

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

প্রকাশিত : ০২:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লার বাড়ৈভোগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অভিযানে মেসার্স বিসমিল্লাহ হোটেলকে আবাসিক লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চাঁদনী হাউজিং এলাকায় মেসার্স এম আর ইয়ার্ণ ডাইংয়ের ১ টন ক্ষমতাসম্পন্ন বয়লারে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে মুন্সীগঞ্জে একটি মার্বেল ফ্যাক্টরি, তিনটি হোটেল-রেস্টুরেন্ট এবং একটি বেকারির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাজীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে টেকনগপাড়া ও তেলিপাড়ায় অভিযান চালিয়ে আনুমানিক ৭০টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।