পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। শিক্ষকের নাম আবু হানিফ মোল্লা। তিনি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লক্ষ্মীবেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী। রোববার রাতে তিনি মারধরের শিকার হন। এ ঘটনার জন্য তিনি ইউনিয়নের চরবেষ্টিন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল প্যাদাকে দায়ী করেছেন।
এদিকে শিক্ষক মারধরের প্রতিবাদ জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীবেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদসহ হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে।
মারধরের শিকার হওয়া সহকারী শিক্ষক ও চরমোন্তাজ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু হানিফ মোল্লা অভিযোগ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অনিয়মের বিরুদ্ধে কথা বলে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে চরবেষ্টিন বাজার এলাকায় সাবেক ইউপি সদস্য ও চরবেষ্টিন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল প্যাদা প্রথমে নিজে তাকে মারধর করেন। পরে ৬-৭ জন লোক দিয়ে দ্বিতীয় দফায় মারধর করা হয় বলে অভিযোগ করেছেন।

অপরদিকে চরবেষ্টিন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল প্যাদা অভিযোগ অস্বীকার করে বলেন, দোকানে দোকানে ঘুরে আবু হানিফ আমার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজি সংক্রান্ত অপপ্রচার চালাচ্ছিলেন। আমি তাকে ডেকে এ প্রতিবাদ করায় উলে।টা তিনি ক্ষেপে তাকে একটি থাপ্পড় দিয়েছি। আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। তবে মারধরের ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে শুনেছি, আমিও করবো।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানিয়েছেন, শুনেছি দেনা-পাওনা ইস্যু নিয়ে নাকি ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী শিক্ষক হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 























